অদেখা,অজানা,অচেনা তোমার জন্য নিবেদিত "ভালোবাসা"
লিখেছেন লিখেছেন নান্দিনী ১৩ জুলাই, ২০১৬, ০২:২৬:৩১ দুপুর
"ভালোবাসা"
নিশীতো স্বপ্নের রাতে,আধাঁরের বুক চিড়ে
শত-সহস্র গ্যালাক্সি অতিক্রম করে,
ছায়াপথ মাড়িয়ে,শতাব্দীর নক্ষত্র বুকে নিয়ে
ধুমকেতুর মতো তোমার এই আগমনে
পৃথিবী নামক এই আমিতে তোমাকে স্বাগতম
আমাতে রয়েছে ধূলিকণার স্তুপ,মনুষ্য সৃষ্ট বর্জ্য
আর নীল বিষাক্ত গ্যাসের আস্তরন,
যার বিষক্রিয়ার কার্যকারিতা তীব্র এবং গভীরতর
তারও চেয়ে গভীর থেকে গভীরে
দিগন্ত বিস্তৃত সবুজের বুকে,
সোনালি ফসলের ভীরে
অথবা সমুদ্রের তীর ঘেষে,
বুনো হরিণের পালে
কিংবা কুল কুল রবে বয়ে চলা নদীতে
ঝিরি ঝিরি বৃষ্টি আর শিশিরের ছন্দে
খুঁজে পাবে,চারটি বর্ণের একটি শব্দ
যার আছে এক অবিস্মরণীয় ক্ষমতা
এর নাম ই ভালোবাসা
---রাত ২.৪৫
---৯/৭/১৬
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল আপনার অভিব্যক্তি পুর্ণ কথাগুলি --- ধন্যবাদ..
খুঁজে পাবে,চারটি বর্ণের একটি শব্দ
যার আছে এক অবিস্মরণীয় ক্ষমতা এর নাম ই ভালোবাসা মাইনাস
খুঁজে পাবে,চারটি বর্ণের একটি শব্দ
যার আছে এক অবিস্মরণীয় ক্ষমতা
এর নাম ই ভালোবাসা অনেক ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন